কুমিল্লা-চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, আধাঘণ্টা পর স্বাভাবিক

জাহাঙ্গীর আলম ইমরুল
কুমিল্লায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ওই রুটে আধা ট্রেন চলাচল বন্ধ ছিল। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে বলে জানা যায়।
ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে এসে কুমিল্ল¬ার লালমাই সংলগ্ন আলিশহর এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকার পরে দুপুর সোয়া ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
লাকসাম রেলওয়ে জংশনের সহকারী স্টেশনমাস্টার ইকবাল হাসান জানান, সকাল সাড়ে ১১টার দিকে আলিশহর এলাকায় আকস্মিকভাবে ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়। এসময় ইঞ্জিনটিতে হালকা আগুনেরও সূত্রপাত হয়।
তিনি আরব জানান, লাকসাম জংশন থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থল থেকে ট্রেনটি উদ্ধার করে লাকসাম নিয়ে যায়। এসম কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকলেও পরক্ষনেই স্বাভাবিক হয়ে যায়। ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান এই সহকারী স্টেশন মাস্টার।