চাঁদপুরে আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


স্টাফ রিপোর্টার
১১৫ নতুন আকাশে উড়াল’ এই শ্লোগানকে সামনে রেখে চাঁদপুরে পাঠক নন্দিত এবং বহুল প্রচারিত নতুন ধারার জাতীয় দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও নতুন বছরে পদার্পণ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে কেক কাটা ও আলোচনা সভা এবং বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় চাঁদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত আয়োজনের প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর সভার মেয়র নাছির উদ্দিন আহমেদ।
তিনি তার বক্তব্যে বলেন, আমাদের সময় সত্যিই খুব ভালো যাচ্ছে। আর আসছে যে সময় তাও ভালো যাবে। কারণ দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সাংবাদিক ও গণমাধ্যম সর্বাত্মক সহোযোগিতা করছে। আমরা রাজনীতিকরা সাংবাদিক ও গণমাধ্যমের কাছে কৃতজ্ঞ।
তিনি আরো বলেন, দৈনিক আমাদের সময় পত্রিকাটি প্রতিষ্ঠালগ্ন থেকেই সত্য ও তথ্যবহুল পরিচ্ছন্ন সংবাদ পরিবেশন করছে। যার ফলে পত্রিকাটি পাঠকের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এই ধারাবাহিতা আগামিতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছি। আমরা এই পত্রিকাটির আরো সাফল্য কামনা করছি। এসময় চাঁদপুর প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম এবং ফটো জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহিদ পাটওয়ারীর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীনের পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, শরীফ চৌধুরী, মুক্তিযোদ্ধা রফিক উল্লাহ, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলন, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন, দৈনিক মতলবের আলোর প্রধান সম্পাদক কেএম মাসুদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি একে আজাদ, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের বার্তা সম্পাদক এমআর ইসলাম বাবু, পাটওয়ারী নিউজ এজেন্সির পরিচালক জসীম মেহেদী, চাঁদপুর টাইমসের সহ-সম্পাদক মুসাদ্দেক আল আকিব, দৈনিক আমাদের সময়ের মতলব প্রতিনিধি আরাফাত আল আমিন, ফরিদগঞ্জ প্রতিনিধি মো. সুজন প্রমুখ।
অনুষ্ঠনের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার জেলা প্রতিনিধি এমএ লতিফ।