চাঁদপুরে ইন্স্যুরেন্সের অফিস উদ্বোধন

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের এরিয়া অফিস উদ্বোধন হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় শহরের কালীবাড়ি এলাকায় কোম্পানির এরিয়া ম্যানেজার মো. শাহাদাত হোসেন বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
তিনি বক্তব্যে বলেন, চাঁদপুরে অনেক ইন্স্যুরেন্স রয়েছে। তার মধ্যে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স একটি। আমরা বিভিন্ন সময়ে অভিযোগ পাই কোম্পানীর বীমা চুক্তির মেয়াদ উত্তিন্ন হয়ে গেছে। তবে গ্রাহক এখনও টাকা পায়নি। আমরা এ ধরনের অভিযোগ গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স থেকে আশা করব না। আপনার যেহেতু গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স তাই আপনারা গার্ডিয়ানের মত কাজ করবেন বলে আমি মনে করি। কাজের মাধ্যমে আপনারা এগিয়ে যান আমরা আপনাদের সাথে রয়েছি।
ইউনিট ম্যানেজার নুসরাত জাহান ও ইশরাত জাহান ইভার সঞ্চালনায় বক্তব্য রাখেন এসইভিপি ও রিটেইল বিজনেসের বিভাগীয় প্রধান মাহমুদুর রহমান খাঁন, জেল সুপার গোলাম দস্তগীর, রিটেইল বিজনেসের ভাইস প্রেসিডেন্ট আমিনুল ইসলাম, আরবিডিএম মো. আলমগীর মজুমদার, চাঁদপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর নাছির চৌকদার, চাঁদপুর পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম গাজী, ফাইনেন্সিয়াল এসোসিয়েট আব্দুল গাফফার। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মো. পারভেজ।
বক্তারা বলেন, সারা বাংলাদেশে গ্রুপ ইন্স্যুরেন্সে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স ১ম। মাত্র ৬ বছরে ৩৩টি বীমা কোম্পানীর মধ্যে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স নবম স্থান অর্জন করে নিয়েছে। যা এতো অল্প সময়ে কোন বীমা কোম্পানী সুনাম অর্জন করতে পারে নি। গার্ডিয়ান ইন্স্যুরেন্সের সাথে রয়েছে ব্র্যাক, স্কয়ার ও এপেক্স এর মত বড় বড় কোম্পানী। তাই সবাইকে ব্যবসায়িক নয়, সেবার মনমানসিকতা নিয়ে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে ফিতা কেটে এরিয়া অফিস উদ্বোধন করেন।
১৫ অক্টোবর, ২০২০।