এস এম সোহেল
চাঁদপুরে একযোগে শুরু হয়েছে এইচএসসি, মাদ্রাসা বোর্ডের আলিম, ব্যবসায় ব্যবস্থাপনা ও ভোকেশনাল পরীক্ষা। রোববার (৬ নভেম্বর) সকাল ১০টায় প্রথম দিনে অনুষ্ঠিত চাঁদপুরে এইচএসসি ও সমমান পরীক্ষায় ৫২৩ জন অনুপস্থিত ছিলো। তবে কাউকে বহিষ্কারের কোনো খবর পাওয়া যায়নি।
জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চাঁদপুরে এইচএসসি ও সমমানের বাংলা ১ম পত্র পরীক্ষায় ৫২ কেন্দ্রে ১৮ হাজার ১৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ৫শ’ ২৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। পরীক্ষায় অংশনেয় ১৭ হাজার ৪শ’ ৯৬ জন।
চাঁদপুরে এইচএসসির ৩৪টি কেন্দ্রে বাংলা (আবশ্যিক প্রথম পত্র) বিষয়ে মোট ১৩ হাজার ৮শ’ ৭৭ জন শিক্ষার্থীর মধ্যে ১৩ হাজার ৫শ’ ৬৫ জন। অনুপস্থিত ৩শ’ ১২ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের (আলিম) ১১টি কেন্দ্রে কোরান মাজিদ বিষয়ে ৩ হাজার ৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৯শ’ ১৮ জন অংশ নেয়। অনুপস্থিত ১৭০ জন। কারিগরি শিক্ষা বোর্ডের (বাংলা ২য় পত্র) এইচএসসি ভোকেশনাল ৭টি কেন্দ্রে ১ হাজার ৫৪ জন পরীক্ষর্থীর মধ্যে ৪১ জন এবং উপস্থিত ছিলো ১ হাজার ১৩ জন।
০৭ নভেম্বর, ২০২২।