স্টাফ রিপোর্টার
জীবন বীমা কর্পোরেশনের ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সেলস অফিসে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবন বীমা কর্পোরেশনের প্রধান কার্যালয়ের উন্নয়ন ও আইসিটি ডিভিশনের প্রধান, জেনারেল ম্যানেজার মো. আনোয়ার হোসেন।
তিনি বলেন, জীবন বীমা কর্পোরেশন সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি প্রতিষ্ঠান। এখানে যে কোন ব্যক্তি এক বা একাধিক পলিসি করেত পারেন, যা তার ভবিষতে পরিবার ও নিজে কাজে ব্যবহার করতে পারবে। আজই আপনি বা আপনার বন্ধু-বান্ধব জীবন বীমার একটি পলিসি গ্রহণ করে আপনার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করুন। তিনি বীমা কর্মীদের উদ্দেশে বলেন, আপনারা এ মহামারী করোনাভাইরাসের সময় স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা বৃদ্ধি করুন। আপনাদের সমস্যাগুলো আমরা পর্যায়ক্রমে সমাধানের ব্যবস্থা করবো।
সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন কুমিল্লা কর্পোরেট অফিসের ম্যানেজার ইনচার্জ মো. আজাহার উদ্দিন।
চাঁদপুর সেলস্ অফিসের ইনচার্জ মো. জামিল হোসেন পাটওয়ারী সভাপতিত্বে বক্তব্য রাখেন জুনিয়র অফিসার মো. ইসমাইল হোসেন, উন্নয়ন ম্যানেজার ইনচার্জ মো. শাহলাম মিয়া, মো. শাহ আলাম, মো. আবু তাহের মিজি, মো. আবুল ফারহা, উন্নয়ন ম্যানেজার মো. আবুল হাসান, মো. আবুল খায়ের, মো. আলমগীর হোসেন, মো. মোস্তফা কামাল, উন্নয়ন অফিসার আবুল খায়ের, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, মাও. মাহফুজুর রহমান প্রমুখ। সভায় উন্নয়ন অফিসার ও উন্নয়ন ম্যানেজাররা উপস্থিত ছিলেন।
২৪ আগস্ট, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে জীবন বীমার ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা