চাঁদপুরে নারীদের মাঝে সঞ্চয়ের অর্থ ও সনদপত্র প্রদান

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে রুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোড মেইনটেনেন্স প্রোগ্রাম শীর্ষক প্রকল্পের আওতায় জেলায় ১৪০ জন নারী কর্মীদের সঞ্চয়ের অর্থ ও সনদপত্র প্রদান করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলার হলরুমে সঞ্চয়ের চেক বিবরণ অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রেজাউন নবীর সভাপতিত্বে সিও কমিউনিটি অর্গানাইজার মোহাম্মদ রফিকুল ইসলাম সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সব কর্মীদের মাঝে সঞ্চয়ের চেক ও সনদ প্রদান করেন।

১২ সেপ্টেম্বর, ২০২৪।