চাঁদপুরে নারী উদ্যোক্তাদের পণ্য ও খাদ্য প্রদর্শনীর সমাপনী

সংসারে মেয়েরা বেশি পরিশ্রম করে
…… মোহাম্মদ মোহসীন উদ্দিন

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, শুধু লেখাপড়া দিয়েই নারীর ক্ষমতায়ন নয়, আত্মমর্যাদাও প্রয়োজন। আপনি স্বাবলম্বী বা অর্থ থাকলে আপনাকে সবাই মর্যাদা দিবে। আপনি যেন স্বাবলম্বী হতে পারেন, নিজের পায়ে দাঁড়াতে পারেন সেজন্যেই এই প্রশিক্ষণ নেয়া। এইসব প্রশিক্ষণগুলোকে গুরুত্ব সহকারে নিতে পারে। নারীকে নারীর পায়ে দাঁড়াতে হবে। নারীরা স্বাবলম্বী হতে পারলে রাষ্ট্রেরও উন্নতি হবে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে শহরের নিশি বিল্ডিং এলাকার মুক্তিযোদ্ধা ভবনের প্রকল্প কার্যালয়ে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের উৎপাদিত পণ্য ও খাদ্যের প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরো বলেন, একটা সংসারে সবচাইতে বেশি পরিশ্রম করে মেয়েরা। নারীরা সংসারে এতো কাজ করে, কিন্তু তারা কোন টাকা-পয়সা পায় না। আর এই কাজগুলোই যদি অন্য কাউকে দিয়ে করানো হতো তাহলে তার পারিশ্রমিক দিতে হতো।
জেলা প্রশাসক উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশে আর বলেন, যারা প্রশিক্ষণ নিয়েছেন তা ধরে রাখতে হবে। সমাজে মেয়েরা প্রচুর কাজ করে, কিন্তু তার যথাযথ মূল্যায়ন পায় না। আজ থেকে ১৫-২০ বছর আগে মেয়েরা যেখানে আছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রশিক্ষণ দিয়ে নারীদের সাবলম্বী করা। এই প্রশিক্ষণটাকে কাজে লাগাতে হবে। আমরা চাই নারী ক্ষমতায়নটা শুধু কাগজে নয়, তা বাস্তবায়ন করতে হবে। বেঁচে থাকতে হবে আনন্দের সাথে। আন্তরিক হলে এই ৮০ দিনের প্রশিক্ষণটাকে কাজে লাগাতে পারবেন।
চাঁদপুর জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. শাহ আলম মুন্সীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষণ কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, প্রশিক্ষক মো. আরিফুল ইসলাম, মো. শামীম হোসেন, শারমিন আক্তার রচনা, মরিয়ম আক্তার, তন্নি আক্তার প্রমুখ।
আলোচনা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন আয়োজিত নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও খাদ্যের প্রদর্শনী ঘুরে দেখেন।

০৬ নভেম্বর, ২০২৪।