স্টাফ রিপোর্টার
চাঁদপুর মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪২০ পিস ইয়াবাসহ ফয়সাল শেখ ও সজিব চৌধুরী নামের ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (০১ ডিসেম্বর) বিকেলে শহরের গনি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ফয়সাল শেখ ও বাসস্ট্যান্ড ফয়সাল মার্কেটের সামনে থেকে সজিব চৌধুরীকে আটক করা হয়।
জানা যায়, মঙ্গলবার বিকেলে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক রাশেদুজ্জামান ও সহকারী উপ-পরিদর্শক আবু হানিফ গোপন সংবাদের ভিত্তিতে গনি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ৪০০ পিস ইয়াবাসহ বড় স্টেশন ক্লাব রোডের রফিক শেখের ছেলে ফয়সাল শেখ ও বাসস্ট্যান্ড ফয়সাল মার্কেটের সামনে থেকে সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোট সুন্দর গ্রামের নিরঞ্জন চৌধুরীর ছেলে সজিব চৌধুরীকে ২০ পিস ইয়াবাসহ আটক করেন। পরে আটকদের মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক রাশেদুজ্জামান জানান, মঙ্গলবার বিকেলে শহরের গনি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ফয়সাল শেখকে ৪শ’ পিস ইয়াবাসহ আটক করা হয়। সে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অপর অভিযানে শহরের বাসস্ট্যান্ড ফয়সাল মার্কেটের সামনে থেকে সজিব চৌধুরীকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। সে জিআর-১৮১/১৯ মাদক মামলার আসামি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্ররণ করা হবে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন জানান, আজ বুধবার আটক আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
০২ ডিসেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে পুলিশের অভিযানে ৪২০ পিস ইয়াবাসহ আটক ২
Post navigation


