স্টাফ রিপোর্টার
চাঁদপুরে বাংলাদেশ পুলিশ শিক্ষাবৃত্তি-২০২২ এর ক্রেস্ট, সম্মানী অর্থ ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মার্চ) চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
শিক্ষাবৃত্তি প্রদানকালে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এসএসসি/এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ পুলিশ তোমাদের সংবর্ধিত করার মধ্য দিয়ে আগামির বাংলাদেশ গোড়ার জন্য যোগ্য নাগরিক হিসেবে গোড়ে উঠতে উৎসাহিত করছে। আশা করি তোমাদের সাফল্যের এই ধারা অব্যাহত থাকবে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাতের পরিচালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ্ত রায়সহ কৃতী শিক্ষার্থীদের অভিভাবক ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
২৫ মার্চ, ২০২৪।