চাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস পালন

শিক্ষকদের অবদান সমাজকে জানাতে হবে
…..জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, আজ সমাজের প্রতিষ্ঠিত লোকেরা যারা পৃথিবীতে অসমান্য অবদান রাখছেন তারা তৈরীই হয়েছে এ শিক্ষকের মাধ্যমে। রাষ্ট্র উন্নয়নে যারা কাজ করছেন তারাও শিক্ষকদের দ্বারা তৈরী। প্রকৃত শিক্ষকরা যদি শিক্ষা না দিতেন তাহলে সমাজের প্রতিষ্ঠিত লোকেরা সমাজ বিনির্মানে বা দেশ উন্নয়নে কাজ করতে পারতো না। আপনাদের এ অবদানকে সমাজকে জানাতে হবে।
শনিবার (৫ অক্টোবর) সকালে চাঁদপুর সরকারি কলেজ মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সমাজ বিনির্মাণে শিক্ষকদের যে অসামান্য অবদান তাই প্রচার করার জন্যে। আপনাদের অবদান ছাত্র ও অভিভাবকদের জানা উচিত। আগামিতে বৃহৎ পরিসরে শিক্ষকদের যে অসামান্য অবদান তা তুলে ধরবো।
জেলা প্রশাসক বলেন, শিক্ষা ব্যবস্থা ত্রুটি থাকতে পারে, কিন্তু শিক্ষকদের অবদান কম নয়। শিক্ষকদের মর্যাদা বেতন কাঠামোর মাধ্যমে মূলায়ন করা যায় না। নিজের মান মর্যাদা নিজেরই ধরে রাখতে হবে। সমাজের যে অবক্ষয় হয়েছে তার সুযোগ আমরাই করে দিয়েছি। সেই পরির্বতন আমাদের আনতে হবে। নিজের পেশাদারিত্ব বজায় রাখতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ শেখ মো. খলিলুর রহমান, পদার্থবিদ্যা বিভাগের প্রধান আলমগীর বাহার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা ইয়াসমিন।
সাংবাদিক এমআর ইসলাম বাবুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ।

০৬ অক্টোবর, ২০২৪।