চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধুর মৃত্যু

সাহেদ হোসেন দিপু/আল আমিন ছৈয়াল
চাঁদপুরে যাওয়ার পথে হাইমচরের ২ যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (১০ জুলাই) দুপুর ১টায় চাঁদপুর-হাইমচর মহাসড়ক জব্বর ঢালীর দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুঘটনায় নিহতরা হলেন- হাইমচর উপজেলার নয়ানী গ্রামের দ্বীন মোহাম্মদ খানের ছেলে সাইফুল ইসলাম ও একই এলাকার নুরুল ইসলাম খানের ছেলে শাহীন খাঁন।
জানা যায়, পাসপোর্ট আনার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে তারা চাঁদপুরের দিকে রওয়ানা হয়। দুপুর ১টার সময় চান্দ্রা জব্বর ঢালীর দোকান নামক স্থানে অপরদিক থেকে আসা ট্রাকের সাথে মুখামুখি সংঘর্ষ হয়। আহতদের স্থানীয় লোকজন চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। শাহীন খানের অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎক তাকে ঢাকায় রেফার করেন। ঢাকা নেয়ার পথে শাহিনের মৃত্যু হয়।
তাদের মৃত্যুর সংবাদ মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পরলে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শেখ মুহসীন আলম বলেন, তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চলছিল। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়।

১১ জুলাই, ২০২৪।