স্টাফ রিপোর্টার
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদ- এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে ৩ বছরের কারাদ- দিয়েছেন আদালত।
এর প্রতিবাদে চাঁদপুর জেলা যুবদলের আয়োজনে তাৎক্ষণিক শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। বুধবার (২ আগস্ট) রাত সাড়ে ৭টায় চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ হাকিম প্লাজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের অঙ্গীকার সম্মুখে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম নজু, মান্নান খান কাজল, জেলা যুবদলের সহ-সভাপতি মোস্তফা বন্দুকসী, যুগ্ম-সম্পাদক সালাহউদ্দিন, পারভেজ আলম রবিন, সোহেল গাজী, জেলা যুবদল নেতা দেওয়ান মো. জুয়েল প্রমুখ।
এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদল একই ইস্যুতে বিক্ষোভ মিছিল করে।
০৩ আগস্ট, ২০২৩।