চাঁদপুরে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন

স্টাফ রিপোর্টার
উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চাঁদপুরে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর স্টেডিয়াম মিলনায়তনে তারা এসে অবস্থান নেয়।
বিজিবি’র উপ-অধিনায়ক কুমিল্লা বর্ডারগার্ড মেজর আব্দুল্যাহ আল ফারুকি জানান, আগামি ২৪ মার্চ চাঁদপুরের ৭টি উপজেলায় নির্বাচনে যাতে কোন প্রকার সহিংস ঘটনা না ঘটে তার বিপরীতে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনের পরদিন ২৫ মার্চ পর্যন্ত তারা প্রত্যেকটি উপজেলায় টহলরত থাকবে।