বই মেলার প্রতি মানুষের আস্থা জন্মেছে
…..মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান

শাহ আলম খান
চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেছেন, মানুষের মনে আস্থা জন্মেছে বই মেলার প্রতি। মেলা বই বিক্রির প্রতিযোগিতা বেড়েছে। যারা আয়োজক তাদের চেস্টার মাধ্যমেই কিন্তু বই মেলার আয়োজন সুন্দর হয়েছে। যারা মেলা প্রাঙ্গনে আসবেন সকলেই আশা করছি একটি হলেও বই কিনে নিয়ে যাবেন। ২৫ তারিখ পর্যন্ত আপনারা বই মেলায় আসবেন। বই পড়বেন এবং প্রিয়জনদের জন্য বই কিনে নিয়ে যাবেন।
গত মঙ্গলবার বিকালে চাঁদপুর কেন্দ্রিয় শহীদ মিনার পাদদেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং চাঁদপুর পৌরসভার সার্বিক সহযোগিতায় অমর একুশে বই মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া সভাপতিত্ব ও দৈনিক সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক এমআর ইসলাম বাবুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরী, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, সাহিত্য একাডেমীর মহাপরিচালক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, বই মেলার আয়োজক কমিটির সদস্য সচিব ও প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, বিশিষ্ট ছড়াকার ডা. পীযুষ কান্তি বড়ুয়া, মিডিয়া ব্যক্তিত্ব মো. বেলাল বেগ প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা পর্বের শুরুতে ফিতা কেটে বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আলোচনা পর্বের শেষে বই মেলায় উদ্বোধনী আলোচনা সভা শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানসহ অতিথিবৃন্দ।
মেলাতে ৩২টি বুক স্টল রয়েছে। এতে চাঁদপুরের বিভিন্ন লাইব্রেরীসহ পাবলিকেশন অংশগ্রহণ করছে।