এস এম সোহেল
আগামি ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন। সমিতির ভবনের ২য় তলায় ওইদিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ও বর্তমান জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এটিএম মোস্তফা কামাল এবং রিটার্নিং কর্মকর্তা ও বর্তমান সাধারণ সম্পাদক অ্যাড. এজেডএম রফিকুল হাসান রিপন, সহকারী নির্বাচন কমিশনার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মো. তৌহিদুল ইসলাম তরুন ও জুনিয়র সহ-সভাপতি অ্যাড. মোহাম্মদ কাইউম মোল্লার কাছে মনোনয়নপত্র জমা দেন দুটি প্যানেলের প্রার্থীরা। প্যানেল দু’টি হচ্ছে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (আওয়ামী লীগ) ও জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট (বিএনপি)। পরিষদের ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন নির্বাচন কমিশনের কাছে। নির্বাচনে মোট ভোটার ৩৭৪ জন।
মনোনয়নপত্র জমা দেয়া সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (আওয়ামী লীগ) প্রার্থীরা হলেন- সভাপতি পদে অ্যাড. মো. সাইয়েদুল ইসলাম বাবু, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাড. গাজী মো. দুলাল মিয়া, জুনিয়র সহ-সভাপতি পদে মো. শাহজাহান আখন্দ, সাধারণ সম্পাদক পদে অ্যাড. মো. বদরুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক পদে অ্যাড. মো. ইমাম হোসেন টিটু, সম্পাদক ফরমস পদে অ্যাড. রেজাউল করিম, সম্পাদক লাইব্রেরি পদে অ্যাড. রিজিয়া পারভীন শান্তা মানছুরী, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে অ্যাড. বিশ^জিত কর রানা, জেনারেল অডিটর পদে অ্যাড. মো. মাসুদ রানা, রানিং অডিটর পদে অ্যাড. আজমির খান, চেয়ারম্যান রেজিস্টারিং অথরিটি পদে অ্যাড. মো. আবু কাউসার, সম্পাদক রেজিস্টারিং অথরিটি পদে অ্যাড. শাহ-ই-জালাল সাব্বির, সদস্য রেজিস্টারিং অথরিটি পদে অ্যাড. মুহাম্মদ শেখ সাদী, অ্যাড. মোহাম্মদ আতিকুর রহমান চৌধুরী ও অ্যাড. আবির হোসেন রনি।
মনোনয়নপত্র জমা দেয়া জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট (বিএনপি) প্রার্থীরা হলেন- সভাপতি পদে অ্যাড. সেলিম আকবর, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাড. এএনএম মাইনুল ইসলাম, জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাড. ফরিদ আহমেদ মিয়া রিপন, সাধারণ সম্পাদক পদে অ্যাড. মো. আবদুল্লাহিল বাকী, যুগ্ম সম্পাদক পদে অ্যাড. মো. শরীফ মাহমুদ সায়েম, সম্পাদক ফরমস পদে অ্যাড. সাজ্জাদুল বোরহান হৃদয়, সম্পাদক লাইব্রেরি পদে অ্যাড. জাবির হোসেন, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে অ্যাড. শাহাদাত সরকার শাওন, জেনারেল অডিটর পদে অ্যাড. মো. মামুন হোসেন মিয়াজী, রানিং অডিটর পদে অ্যাড. শফিকুল ইসলাম রনি, চেয়ারম্যান রেজিস্টারিং অথরিটি পদে অ্যাড. মুহাম্মদ আবুল বাশার (সুমন), সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে মহিউদ্দিন (ফাহাদ), সদস্য রেজিস্টারিং অথরিটি পদে অ্যাড. কামরুল হাসান প্রধান, অ্যাড. মো. আলাউদ্দিন ও অ্যাড. আবদুল্লাহ আল নাকিব।
১৮ জানুয়ারি, ২০২৪।