প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব নির্ধারণ করেন
……..নাছির উদ্দিন আহমেদ
স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় দলীয় কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাছির উদ্দিন আহমেদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আওয়ামী লীগ একটি সু-সংগঠিত দল। উপজেলা সম্মেলনের পর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে, আবার জেলা সম্মেলনের পর কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই প্রতিটি কমিটি গঠন করা হয়। তিনি প্রতিটি উপজেলায় নেতৃত্ব নির্ধারণ করে দেন।
তিনি আরো বলেন, চলার ক্ষেত্রে সবার ভুল-ভ্রান্তি হতে পারে। তবে আমাদের সবার মাঝে সহনশীলতা রয়েছে। যারা ব্যক্তি পূজা করেন তারা দল কইরেন না। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে চাঁদপুরে একটি সুন্দর ও সু-শৃঙ্খল সম্মেলন সমাপ্ত করবো। এজন্য সবার সহযোগিতা ও আন্তরিকতা বাড়াতে হবে।
নাছির উদ্দিন আহমেদ আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ স্বাধীনতাবিরোধী চক্র আজো দেশবিরোধী অপেচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা নানামুখী চক্রান্ত করে যাচ্ছে। দেশবিরোধী এই চক্রান্ত মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা ও নৌকার পক্ষে এক ও অভিন্ন। সম্মেলনকে সফল ও সুন্দরভাবে করতে হবে। নিয়মকানুন মেনে রাজনীতি করতে হবে। সিনিয়রদের সম্মান করতে হবে। কে কমিটির সভাপতি সেক্রেটারী হবে তা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে হয়ে থাকে। তাহলে আমাদের মধ্যে ভেদাভেদ কিসের। আসুন আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।
সভায় আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. ইউছুফ গাজী, সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, আব্দুর রশিদ সরদার, সন্তোষ কুমার দাস, আব্দুর রব ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, আহসান উল্লাহ আখন্দ, সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শাহির হোসেন পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশীদ সাগর, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাসের বাচ্চু পাটোয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গৌবিন্দ গোপ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সদস্য আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লাল, অ্যাড. বদিউজ্জাম কিরণ, জাকিয়া সুলতানা সেফালী, মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, গাজী মাঈনুদ্দিন, মাহাবুব আলম রিপনসহ জেলা আওয়ামী লীগের সদস্যরা।
জেলা আ.লীগের সম্মেলনে ৮ উপ-কমিটি গঠন : চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে ৮টি উপ-কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এই উপ-কমিটিগুলো গঠন করা হয়।
সম্মেলন উপলক্ষে গঠিত খসড়া কমিটিগুলো হলো- সম্মেলন প্রস্তুত কমিটিতে রয়েছে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও সকল উপজেলা সভাপতি/সাধারণ সম্পাদকরা।
অর্থ উপ-কমিটিতে রয়েছেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু এবং শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
অভ্যর্থনা উপ-কমিটিতে রয়েছেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সব সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকরা, চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র ও শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, সদস্য মাসুদা নূর খান এবং জাকিয়া সুলতানা সেফালী।
মঞ্চ ও মাঠ ব্যবস্থাপনা উপ-কমিটিতে রয়েছেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শাহির হোসেন পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া এবং শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
প্রচার ও প্রকাশনা উপ-কমিটিতে রয়েছেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাসের বাচ্চু পাটোয়ারী এবং যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদ আলম মিল্টন।
দপ্তর উপ-কমিটিতে রয়েছেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাসের বাচ্চু পাটোয়ারী।
শৃঙ্খলা উপ-কমিটিতে রয়েছেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শাহির হোসেন পাটওয়ারী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন ভূঁইয়া, সদস্য অ্যাড. সাইয়্যেদুল ইসলাম বাবু ও অ্যাড. বদিউজ্জামান কিরণ।
খাদ্য ও আপ্যায়ন উপ-কমিটিতে রয়েছেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশীদ সর্দার, সাংগঠনিক সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাসের বাচ্চু পাটোয়ারী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান ইমাম বাদশা এবং সদস্য আইয়ুব আলী বেপারী।
৩০ নভেম্বর, ২০২২।