শাহ্ আলম খান
চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েলের নির্দেশে পৌর এলাকায় রাস্তার পাশ দখল ও ফুটপাতের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। চলমান এই অভিযানের অংশ হিসেবে সোমবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের স্টেডিয়াম রোডের আবুল দোকানের সামনে থেকে শুরু করে নাজিরপাড়া প্রবেশ পথের সড়ক দখলমুক্ত করে ২”-৬” রাস্তা বড় করা হয়েছে। এ সময় সড়কের অংশ দখল করা অবৈধ স্থানগুলো পৌরসভার উচ্ছেদকর্মীর ভেঙে দিয়েছেন।
পৌরসভার উচ্ছেদ অভিযানের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম জানান, চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত পৌর মেয়রের নির্দেশে পৌর এলাকার বিভিন্ন সড়কে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। মেয়রের নির্দেশ হলো রাস্তা দিয়ে গাড়ি আর ফুটপাত দিয়ে মানুষ চলাচল করবে। এই দুই স্থানে কেউ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে তবে পৌর কর্তৃপক্ষ তা উচ্ছেদ করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবে।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার নকশাকার মো. জাহিদ হোসাইন খান, সার্ভেয়ার মো. মনিরুজ্জামান, বাজার পরিদর্শক জাহিদুর রহমান জহির, সহকারী বাজার পরিদর্শক মো. এমদাদ হোসেন মিলনসহ উচ্ছেদকর্মীরা।
১৫ ডিসেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর পৌর এলাকায় রাস্তা প্রশস্তকরণে উচ্ছেদ অভিযান