সজীব খান
চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েলের শপথ অনুষ্ঠানে নেতা-কর্মী-সমর্থকদের উষ্ণ ভালবাসায় সিক্ত হয়েছেন তিনি। শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে শপথ অনুষ্ঠানে চাঁদপুর পৌরসভা ও সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলা থেকে আসা নেতা-কর্মী-সমর্থকরা উপস্থিত হয়ে শপথ বাক্য পাঠ শুনেন। শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগের কমিশনার এবিএম আজাদ।
এদিকে শপথ অনুষ্ঠান শুরুর আগেই সদর উপজেলা পরিষদে নেতা-কর্মী-সমর্থকরা এসে ভিড় জমান। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল চাঁদপুরের উন্নয়নের রুপকার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। শিক্ষামন্ত্রীর বক্তব্য শুনার জন্যও অনুষ্ঠানে নেতাকর্মীরা ভিড় জমান। অন্যদিকে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নবনির্বাচিত পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল পৌরবাসীর জন্য নতুন আশার আলো হয়ে এসেছেন। তাঁর বক্তব্য শুনার জন্যও অনেকে সেখানে ভিড় করেন।
অনুষ্ঠানে নেতাকর্মীদের উপস্থিতি টের পেয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে আসা সবাই বসতে পারবে না জানতে পেরেই জেলা প্রশাসনের এ ব্যবস্থা নেয়া হয়েছে। উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে উপজেলার পরিষদের গেট পর্যন্ত নেতাকর্মীর উপস্থিতি ছিলে চোখে পড়ার মত।
শপথ অনুষ্ঠান শেষে অ্যাড. জিল্লুর রহমান জুয়েলকে ফুলেল শুভেচ্ছা জানাতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির বাসার সামনে নেতাকর্মীদের ভিড় দেখা গেছে। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নবনির্বাচিত পৌর মেয়রকে ফুলের শুভেচ্ছা জানাতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সাবেক ছাত্রনেতা, তরুণ এ মেধাবী মুখ, চাঁদপুর পৌর মেয়রের দায়িত্ব নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির মাধ্যমে চাঁদপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করবেন- এটাই চাঁদপুর পৌরবাসীসহ সবার প্রত্যাশা।
২৫ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর সদর উপজেলা পরিষদে নেতা-কর্মী-সমর্থকদের উপচেপড়া ভিড়