চান্দ্রা ইয়াকুব আলী স্মারক উবিতে জেএসসি পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্টার :
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় বিদ্যালয়ের শ্রেণি কক্ষে মিলাদ ও দোয়ার আগে সংক্ষিপ্ত আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও. অলিউল্ল্যাহ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক মাও. জয়নাল আবেদীনের পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খালেদা বেগম, সহকারি প্রধান শিক্ষক মো. ওমর ফারুক, ম্যানেজিং কমিটির সদস্য সেলিম পাটওয়ারী, মো. জহির পাটওয়ারী, আবু ইউসুফ শেখ, ফয়জুল বক্স হাওলাদারসহ শিক্ষক, অভিভাবক ও জেএসসি পরিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, এবছর ৩৮৮ জন জেএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। সবশেষে দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।