জমিলা খাতুন উবি’র প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

শিক্ষার মানোন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার
………পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

মনিরুল ইসলাম মনির
পরিকল্পনা প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ড. শামসুল আলম বলেছেন, শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাব্যবস্থাকে উন্নতির দিকে নিয়ে যেতে প্রত্যেকটি গ্রামেগঞ্জে নতুন ভবন নির্মাণ ও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় স্থাপন করে, সরকারিকরণের আওতায় এনে শিক্ষার মানোন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে।
গত শনিবার বিকেলে মতলব উত্তর উপজেলার জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকার শিক্ষা ক্ষেত্রের উন্নয়ন সাধনে কাজ করছে। শিক্ষার পরিবেশ সুন্দর রাখার জন্য সরকার প্রতিটি শিক্ষা অঙ্গনে দৃষ্টিনন্দন অবকাঠামো নির্মাণ করে দিচ্ছে। সেসব ভবনে সব আধুনিক সকল সুযোগ-সুবিধা থাকছে। ফলে শিক্ষার্থীরা সুন্দর ও মনোরম পরিবেশে জ্ঞান অর্জন করতে পারছে।
প্রতিমন্ত্রী বলেন, মতলব উত্তর শিক্ষাবান্ধব উপজেলা। এ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী সন্তানরা সরকারের বিভিন্ন উচ্চ পদে কর্মরত। যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। এটা আমাদের উপজেলার জন্য গর্বের বিষয়।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবি মইন উদ্দীন হোসেন।
বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মহন, পুনর্মিলনী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক মমিন সরকার প্রমুখ।
উপস্থিত ছিলেন হাজী মঈনউদ্দীনের সহধর্মিণী নার্গিস, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি এহসান মো. জিয়াউদ্দিন হোসেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মো. জসিমউদ্দীনসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ, শিক্ষক-শিক্ষকাবৃন্দ ও প্রাক্তন ছাত্র-ছাত্রী ও অধ্যায়নরত ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২৩ জানুয়ারি, ২০২৩।