স্টাফ রিপোর্টার
‘নিজেদের মধ্যে বিরোধ নয়, বিরোধ হলেই মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষ হয়’ এই শ্লোগানকে সামনে রেখেই বিভিন্ন উপজেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা কার্যক্রম বিস্তৃতকরণে চাঁদপুর জেলার সব উপজেলা-ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নেতৃবৃন্দদের নিয়ে এ সমন্বয় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক। তিনি তাঁর বক্তব্যে বলেন, এ জেলার সবাই আমাদের পরিবারের অংশ। জেলার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্য সম্প্রদায়ের যারা রয়েছেন তারা আমাদের ভাই। এই দেশ একটি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। পরবর্তীতে ২০২৪ সালে পরিবর্তন, পট পরিবর্তন হয়েছে। আমরা দেখেছি যে আমাদের দেশের সমস্যাগুলো সমাধানে চিহ্নিত করতে পারি। কিন্তু এ সমস্যা সমাধানের লক্ষ্যে আমার কি করণীয়, আমি কি করতে পারি, সেই কাজের কাজ কিন্তু কম হয়। এখানে উপস্থিত সবাইকে নিয়েই আমাদের পরিকল্পনা রয়েছে। দুর্গা পূজার পর আমরা বিভিন্ন ইউনিয়নে আমাদের কাজগুলো শুরু করবো।
জেলা লিগ্যাল এইড অফিসার সরোয়ার জাহানের (সিনিয়র সহকারী জজ) পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল আলম, সমাজসেবা অফিসের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, সমাজসেবা অফিসার (নিবন্ধন) মনিরুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার শাহাদাত হোসেন, জীবনদীপের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, সমাজসেবা অফিসার ফেরদৌস আক্তার, মতলব দক্ষিণের সমাজসেবা অফিসার টিটু চন্দ্র ধর, কচুয়া পালগিরি স্টুডেন্ট ক্লাবের হাসান ইবনে ফারুক, মুক্তি ফাউন্ডেশনের জাকির হোসেন, মতলব দক্ষিণের মুসলিম মিয়া, চাঁদপুর শহর সমাজসেবা উন্নয়নের সভাপতি সালাউদ্দিন আহমেদ, ফরিদগঞ্জের অ্যাড. এমরান হোসেন, ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর উদয়ন যুব সংঘের সাধারণ সম্পাদক জসীমউদ্দীন, চাঁদপুর জেলার বিডি ক্লিনের সহ-সমন্বয় আছিয়া আক্তার মিথিলা, শাহরাস্তি পরিবার উন্নয়ন নির্বাহী পরিচালক আব্দুল মান্নানসহ চাঁদপুর জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
১০ অক্টোবর, ২০২৪।