এস এম সোহেল
বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে ডেঙ্গু ও জীবাণু প্রতিষেধক এবং ডায়াবেটিক চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
তিনি তার বক্তব্যে বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার বদ্ধপরিকর। সরকার দিন-রাত ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে। সরকারের পাশাপাশি আমাদের চারপাশ বাসা-বাড়ি আমাদেরই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সতর্ক ও সচেতন হতে হবে। কোভিড-১৯ মহামারি মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের অন্যতম সেরা দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। আওয়ামী লীগ সরকার এখন ডেঙ্গু মোকাবিলায় হাই অ্যালার্টে কাজ করছে।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্যান্সার, ডায়াবেটিস এবং হৃদরোগের জন্য উন্নত চিকিৎসা ব্যবস্থা চালু করছেন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বর্তমানে মানবিক ও শান্তিরক্ষা কার্যক্রমে চিকিৎসা সেবায় বাংলাদেশ অসাধারণ মান অর্জন করেছে। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে ডেঙ্গুর মতো রোগের সংক্রমণ প্রতিরোধেও আমাদের সেরকম সতর্ক ও সচেতন হতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার পরপরই দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে হাসপাতাল প্রতিষ্ঠাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন। বঙ্গবন্ধুর হাতেই বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন ও চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটোয়ারী দুলাল।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়ার সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন, জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান, পৌর আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. দেবাশীষ কর মধু প্রমুখ।
এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহŸায়ক জয়নাল আবেদীন, সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসেন পাটওয়ারী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ শরীফ আহমেদসহ চিকিৎসক, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
১৪ নভেম্বর, ২০২৩।