প্রেস বিজ্ঞপ্তি
দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০১৯’ এ ৪টি স্বর্ণপদক, ৬টি রৌপ্যপদক ও ৪টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এছাড়া এই টুর্নামেন্টে ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ পেয়েছে বিশ্ববিদ্যালয়টি।
গত ২৭ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাসব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টের সমাপনী ও পদক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই টুর্নামেন্টে ১৩টি ইভেন্টে অংশগ্রহণ করে ৪টি স্বর্ণপদক, ৬টি রৌপ্যপদক ও ৪টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। এরমধ্যে ব্যাডমিন্টন এককে স্বর্ণপদক জিতেছেন আল আমিন জুমার, সাইক্লিংয়ে স্বর্ণপদক জিতেছেন মো. হাফিজ উদ্দিন, টেবিল টেনিসে স্বর্ণপদক জিতেছেন মুফরাদুল খায়ের হামজা এবং ব্যাডমিন্টন দ্বৈত ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন আল আমিন জুমার ও মুক্তার হোসেন।
অপরদিকে ব্যাডমিন্টন মিশ্র দ্বৈতে রৌপ্যপদক জিতেছেন আল আমিন জুমার ও অর্পা চাকমা, ২০০ মিটার স্প্রিন্টে রৌপ্য জিতেছেন মিজানুর রহমান, লং জাম্পে রৌপ্য জিতেছেন সানোয়ার হোসেন এবং হার্ডলসে রৌপ্য জিতেছেন মরিয়ম আক্তার। এছাড়াও রোপ্য জিতেছে ডিআইইউ ক্রিকেট দল ও ডিআইইউ ভলিবল দল।
আর ব্রোঞ্জ পদকপ্রাপ্তির তালিকায় রয়েছেন- টেবিল টেনিস দ্বৈতে মুফরাদুল খায়ের হামজা ও রেজওয়ানুর আজাদ আশিক এবং ১০০ মিটার স্প্রিন্টে মিজানুর রহমান। এছাড়া ডিআইইউ ফুটবল দল ও হ্যান্ডবল দল পেয়েছে ব্রোঞ্জ পদক।
উল্লেখ্য, গত ২৯ মার্চ দেশের ৬৫টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে প্রথমবারের মতো শুরু হয় বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০১৯। এতে ১৩টি ইভেন্টে অংশগ্রহণ করে ৪টি স্বর্ণপদক, ৬টি রৌপ্যপদক ও ৪টি ব্রোঞ্জ পদক অর্জনের মাধ্যমে অংশগ্রহণকারী ৬৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৪র্থ অবস্থান অর্জন করেছে।