চাঁদপুর পৌর নির্বাচন-২০২০

এস এম সোহেল
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চাঁদপুর পৌরসভা নির্বাচনে নৌকার টিকেট পেলেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, তারুণ্যের অহংকার অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
গতকাল সোমবার সন্ধ্যায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার (উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন) জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। আর সেই সভা থেকে চাঁদপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৬ প্রার্থীর মধ্যে একক মেয়র প্রার্থী হিসেবে অ্যাড. জিল্লুর রহমান জুয়েলকে মনোনয়ন দিয়েছেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে রাতেই চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অবস্থানরত যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা শ্লোগান দিতে দিতে সড়কে মিছিল নিয়ে নেমে পড়ে শহর প্রদক্ষিণ করে। লক্ষ্য করা যায় তারুণ্যের উচ্ছ্বাস।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সকালে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে ঐ দিনের বিকেলে মনোনয়নপত্র পূরণ করে জমা দেন ৬ জন মেয়র প্রার্থী। এরা হলেন- বর্তমান মেয়র ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম নুরু।
গতকাল সোমবার তাৎক্ষণিক মোবাইলে অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের সাথে যোগাযোগ করা হলে তিনি ইল্শেপাড়কে জানান, আমি প্রথমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি জীবন দিয়ে হলেও তা’ রক্ষা করবো।
সেইসাথে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ও আমার প্রাণপ্রিয় সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের সব পর্যায় নেতা-কর্মীদের প্রতি। তিনি আগামি ২৯ মার্চের চাঁদপুর পৌরসভার নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া নৌকার বিজয়ের লক্ষ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের সব পর্যায় নেতা-কর্মীদের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, অ্যাড. জিল্লুর রহমান জুয়েল বর্তমানে চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থী হিসেবে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।