পাইকপাড়া দক্ষিণে এমআরপিসি কমিটি গঠন

ফরিদগঞ্জ ব্যুরো
সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিসট্যান্ট (সিসিডিএ) কর্তৃক আয়োজিত হয় মাইগ্রেশান রাইটস প্রটেকশন কমিটি গঠন সভা। সংস্থাটি ১৯৯০ সাল থেকে মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করলেও বর্তমানে সুইস সরকারের দাতা সংস্থা এসডিসির অর্থায়নে বাস্তবায়ন করছে সিমস পেজ টু প্রকল্প।
প্রকল্পটি চাঁদপুর জেলার পাঁচটি উপজেলায় বাস্তবায়ন হচ্ছে। ফরিদগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে বর্তমানে প্রকল্পটি চলমান। তারই ধারাবাহিকতায় উপজেলার ৮নং পাইকপাড়া ইউনিয়নের গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে শুরু হলো অভিবাসী অধিকার সুরক্ষা কমিটির কার্যক্রম।
যে কমিটির মেয়াদ হবে প্রকল্পের মেয়াদ ৪ বছর পর্যন্ত। এটি প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিরুপন করে সমাধানের জন্য সিসিডিএ কে সহায়তা করবে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাটি শুরু হয়। প্রকল্পের ফরিদগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার শাহজাহান, সাহাপুর মাদ্রাসার সুপার মাও. আবু তাহের, ইউপি সদস্য নুরুল ইসলাম, সাবেক সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আমেনা বেগম, ৭নং পাইকপাড়া ইউনিয়নের এসএম এনামুল হাসান ও ৮নং কর্মরত সিসিডিএ কর্মী মো. তারেক হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ-আলম, মো. সেলিম খাঁন, নজরুল ইসলাম মিন্টু, আবুল হাসনাত নয়ন, আমিন উল্ল্যা পাটওয়ারী মিরন, মাছুম গাজীসহ আরো অনেকে।

০৬ নভেম্বর, ২০২৪।