
শিক্ষার্থীদের ভালো ফলাফলের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে
……………..শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি
এস এম সোহেল
চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টায় কলেজ প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, মানুষের যদি স্বপ্ন থাকে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে আন্তরিক প্রচেষ্টা থাকলে সেটি অবশ্যই বাস্তবায়ন সম্ভব। যার উদাহরণ হচ্ছে পুরাণবাজার ডিগ্রি কলেজ। শিক্ষার্থীরা কলেজে আসে পাঠদানের জন্য, তারা আমাদের কাছে আদরের পাত্র। কাজেই তারা যাতে শিক্ষার সঠিক পরিবেশ পায় সেটি আমাদের নিশ্চিত করতে হবে। যাতে শিক্ষার্থীদের ভালো ফলাফলের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। আর এক একটি গুণ নিয়ে বেড়ে উঠা সেই সোনার শিক্ষার্থীদেরই আমরা চাই। যারা আগামি দিনে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যাবে।
বিমেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
কলেজের শিক্ষক সাইফুল ইসলাম ও হাবিবুর রহমান পাটওয়ারীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা বোর্ডের সচিব শাহীদুল খবির চৌধুরী, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য জাহাঙ্গীর আখন্দ সেলিম, সাবেক অধ্যক্ষ আলহাজ তরিক উল্লাহ, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মুন্না, পুরাণবাজার ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান বেপারীসহ আরো অনেকে।
অনুষ্ঠানে শুরুতে কলেজের মুক্তির আলোর সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা গান ও সুরের মুর্ছনায় প্রধান অতিথিকে ফুলে ফুলে বরন করে নেন। সবশেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিসহ অতিথিরা।