পুরোনো নেতৃত্বেই আস্থা রাখছে কেন্দ্র!

ইলশেপাড় রিপোর্ট
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দলটির অভ্যন্তরে নেতৃত্ব নিয়ে হিসেব-নিকেশ চলছে সমানতালে। কে হচ্ছেন আগামি দিনে এ জেলায় দলটির কান্ডারী। নতুন মুখ না পুরাতন মুখই থাকছেন এবারের সম্মেলনে। তা নিয়েই আলোচনা এখন তুঙ্গে দলটি ও জেলার রাজনৈতিক অঙ্গনে। দলটির নেতাকর্মীরা আশাবাদী কেন্দ্রিয় সিদ্ধান্তে এবারের কমিটিতে স্থান পাবে নবীন-প্রবীণের সমন্বয়।
তবে জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ নয়া কমিটি নিয়ে এখনি মুখ খুলতে নারাজ। কেন্দ্রিয় সিদ্ধান্ত ও দলের সভানেত্রীর সিদ্ধান্তে যাদেরই যোগ্য মনে করে কমিটি দিবে তারা তাই মেনে নিবে। এমন পরিস্থিতিতে দলের নতুন মুখ হিসেবে স্থান করে আলোচনায় থাকতে অনেকেই দৌঁড়-ঝাঁপ অব্যাহত রাখছেন বলে জানা গেছে।
তবে জেলা আওয়ামী লীগের একটি সূত্র বলছে, পূর্ণাঙ্গ কমিটিতে নবীন আর প্রবীণের মিলনমেলা ঘটবে। কেবল সভাপতি আর সাধারণ সম্পাদক পদে বর্তমান নেতৃত্বের প্রতিই কেন্দ্র আস্থা রাখতে আগ্রহী। যদি কোন মিরাকল কিছু না হয় তাহলে নাছির উদ্দিন আহম্মেদ ও আবু নঈম পাটোয়ারী দুলালই স্বপদে বহাল থাকছেন।
অপরদিকে গত কমিটি হতে বাদ পড়া কেউ-কেউ পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেতে পারেন বলে জানা গেছে। এক্ষেত্রে সবার আগে আলোচনায় থাকছেন জেলা পরিষদের দু’বারের চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী। এছাড়া চাঁদপুর পৌরসভার মেয়রও থাকছেন আলোচনায়। তবে মেয়র কোন পদ পাচ্ছেন তা এখনো পরিষ্কার নয়। কেউ কেউ বলছেন যুগ্ম-সম্পাদক পদে মেয়র জিল্লুর রহমান জুয়েল থাকছেন।
তবে দলটি আগামি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি শক্তিশালী কমিটি উপহার দিতে চায়। যাতে করে গত এক দশকের সাংগঠনিক সাফল্য অব্যহত রাখে দলটি আগামি জাতীয় সংসদ নির্বাচনে। এজন্য বিতর্কিত ও নিষ্ক্রিয় নেতৃত্বকে বাদ দিয়ে কর্মক্ষম নেতৃত্বের হাতে জেলার দায়িত্ব দিতে চায় দলটি।
এখন দেখার বিষয় কেন্দ্রিয় নেতৃবৃন্দ চাঁদপুরের জেলা সম্মেলনে দলটির সভানেত্রীর কি বার্তা নিয়ে আসে। আর এ বার্তায় নেতৃত্বের কে জয়লাভ করে তাই এখন পরখ করতে চায় ক্ষমতাসীন দলটির চাঁদপুরের কর্মী-সমর্থকরা।

০৪ ডিসেম্বর, ২০২২।