ফরিদগঞ্জ বর্ণমালা কিন্ডারগার্টেনে শিক্ষার্থীদের জন্য দোয়া

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলা সদরে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা কিন্ডারগার্টেন ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সেজন্য শিক্ষক ও অভিভাবকদের সচেতন থাকতে হবে। বিদ্যালয়টির সুনাম ইতোমধ্যে উপজেলা জুড়ে ছড়িয়ে পড়েছে, সেই সুনাম ধরে রেখে জাতীর আগামী দিনের ভবিষ্যত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
বিদ্যালয়ের সভাপতি মো. নুরুন্নবী নোমানের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা পরিচালক মো. মামুন হোসাইনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী ও সমাজসেবক তাফাজ্জল হোসেন। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়সহ শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাও. হাবিবুর রহমান।

০৫ ডিসেম্বর, ২০২২।