ফরিদগঞ্জে আ.লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

ফরিদগঞ্জ ব্যুরো
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালিটি শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমা-ার সহিদ উল্যা তপাদার, সহ-সভাপতি লোকমান তালুকদার, সিদ্দিকুর রহমান, অ্যাড. মোহাম্মদ আলী, যুগ্ম-সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আলমগীর হোসেন, আরিফুর রহমান আজাদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মাহফুজুল হক, সহ-সভাপতি আব্বাছ বেপারী, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ মিন্টু, ইউপি চেয়ারম্যান শেখ শাহআলম, এসএম কাউছারুল আলম কামরুল প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে ও দোয়া ও মোনাজাত করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান আমাদের স্বাধীন বাংলাদেশ দিয়েছেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আমরা আজ উন্নয়নশীল দেশের কাতারে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি প্রণে বেঁচে যাওয়ার কারণেই আজ আমরা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। তিনিও তার পিতার মতো এদেশের মানুষকে নিজের চেয়ে বেশি ভালবাসেন। তার সুদৃঢ় নেতৃত্বে বিশ^ দরবারে বাংলাদেশ আজ একটি উজ্জ¦ল নাম। মানবতার মা পুরো বিশে^ এখন দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হিসেবে পরিগণিত হচ্ছেন। আজ তার জন্মদিনে আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি নানা নির্যাতন ও কষ্ট সহ্য করে আওয়ামী লীগের নেতৃত্ব ধরে রেখে দলকে সুদৃঢ় অবস্থানে নিয়ে গেছেন। তেমনি তার নেতৃত্বে সরকার নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে চলছে

২৯ সেপ্টেম্বর, ২০২২।