ফরিদগঞ্জে ছাত্রদল নেতা আটক ও বহিষ্কার

স্টাফ রিপোর্টার
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফরিদগঞ্জ থানা পুলিশের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণকারী ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাওন কাবি রেজাকে আটক করেছে পুলিশ। অপরদিকে একই অভিযোগে কেন্দ্রিয় ছাত্রদল তাকে বহিষ্কার করেছে।
জানা গেছে, গত মঙ্গলবার এসটিভি ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক নুর আলম একটি প্রাইভেট কার নিয়ে রায়পুর থেকে ফরিদগঞ্জের রুস্তমপুরের দিকে যাচ্ছিলেন। পথে জোড়কবর নামক স্থানে তার গাড়ির সামনে থাকা একটি কাভার্ড ভ্যান হঠাৎ ব্রেক করলে তিনি গাড়িটি ডান পাশ দিয়ে নিয়ে যান। এসময় পেছন থেকে আসা একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়।
পরে গৃদকালিন্দিয়া বাজারে মোটরসাইকেলের আরোহী ও নুর আলমের মধ্যে কথা কাটাকাটি হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহী আনিসুর রহমান ছাত্রদল নেতা শাওন কাবি রেজাকে ফোন করলে সে ঘটনাস্থলে এসে নুর আলম ও তার বন্ধুদের মারধর করে এবং তাদের কাছ থেকে ১১ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে। ওইদিন রাতে নুরে আলম থানায় লিখিত অভিযোগ করেন।
ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, এ ঘটনায় বুধবার (১২ মার্চ) পুলিশের এসআই খোকন চক্রবর্তী ঘটনার তদন্ত করতে গেলে শাওন কাবি রেজা ও তার সহযোগীরা পুলিশের কাজে বাঁধা দেয় এবং পুলিশের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও হুমকি-ধমকি করে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ অভিযুক্ত শাওন কাবি রেজাকে আটক করে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় কেন্দ্রিয় ছাত্রদলের দপ্তর সম্পাদক শাহ আলম স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিষ্কার করে।

১৩ মার্চ, ২০২৫।