ফরিদগঞ্জ ব্যুরো
‘সুস্থ সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যে বিকল্প নাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদগঞ্জে নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। গত শনিবার সকালে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় ইউএনও মো. আলী আফরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম শিপন, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা সুমন সাহা, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, পৌর কাউন্সিলর খলিলুর রহমান এবং উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর নজরুল ইসলাম। সভায় উপজেলার বিভিন্ন বাজারের হোটেল ব্যবসায়ী, বেকারী মালিক, মাংস ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।