ফরিদগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে ও র‌্যাব-৭ এর সদস্যদের সহায়তায় ২৪ বছর পালিয়ে থাকার পর হত্যা চেষ্টার ঘটনায় জিআর মামলা পরোয়ানাভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. কামাল হোসেন নামের আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার (১ অক্টোবর) দিবাগত গভীর রাতে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে রোববার (২ অক্টোবর) দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক আসামি কামাল হোসেন ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া গ্রামের রাজ্জাক পাটওয়ারী বাড়ীর রসুল করিমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আসামির অবস্থান নিশ্চিত হয়ে এসআই মো. একরামুল হক ও এএসআই আমজাদ হোসেনসহ পুলিশ সদস্যরা র‌্যাব-৭ এর সহযোগিতা নিয়ে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এর আগে কামাল হোসেন নিজের বন্ধু জাকারিয়াকে চায়ের কথা বলে এসিড খাওয়ানোর চেষ্টা করে। খেতে না চাওয়ায় ওই এসিড জাকারিয়ার মুখে মেরে তাকে হত্যার চেষ্টা করে। এই ঘটনায় আদালতে মামলা হলে দীর্ঘ ২৪ বছর আসামি কামাল হোসেন দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলো। আদালত সব স্বাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে চলতি বছরের ২৪ এপ্রিল কামাল হোসেনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রদান করে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, আসামি কামাল হোসেন তার এক বন্ধুকে হত্যার চেষ্টা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তাকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

০৩ অক্টোবর, ২০২২।