ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় রশুমা বেগম (৩৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে চাঁদপুর-ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ধানুয়া বাজারে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘাতক সিমেন্টবাহী ট্রাককে জব্দ করলেও চালক পালিয়ে গেছে।
জানা গেছে, ধানুয়া মোন্দার বাড়ির ফারুকের স্ত্রী ১ ছেলে, ১ মেয়ের জননী রশুমা বেগম বেলা ১১টার দিকে তার বোনের বাড়ি যাওয়ার জন্য ধানুয়া বাজারে পৌঁছলে চাঁদপুর থেকে রায়পুরের দিকে যাওয়া শাহ সিমেন্টের সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-উ- ১১-৪৭৯১) তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর পরই ঘাতক ট্রাকের চালক পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে আসে।