ফরিদগঞ্জ থানা পরিদর্শন ও বাজার মনিটরিংয়ে পুলিশ সুপার

ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় কেউ বিঘ্ন ঘটালে তা সহ্য করা হবে না
…………. মুহম্মদ আব্দুর রকিব

নবী নোমান
ফরিদগঞ্জ থানা পরিদর্শন ও বাজার মনিটরিং করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। বুধবার (১১ ডিসেম্বর) ফরিদগঞ্জ পৌর এলাকার কাঁচা বাজার, মাছ, মুরগির ও গো মাংসের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরির্দশন করেন।
এসময় তিনি বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে বাজারের বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং বাজার ব্যবসায়ীদের কাছ থেকে কোন প্রকারর চাঁদা ও হুমকি দিচ্ছে কিনা তা জানতে চান। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ব্যবসায়িক কর্মকান্ডে আপানারা কোন প্রকার কৃত্রিম সংকট কিংবা বিনা কারণে জনগণের নিত্যপণ্য সামগ্রী বেশি মুনাফায় বিক্রি করতে পারবেন না। একেই সাথে আপানাদের ক্রেতাদের সার্বিক নিরাপত্তায় কেউ বিঘ্ন ঘটাবে তা পুলিশ বাহিনী কোন প্রকার সহ্য করবে না। আমরা এই বিষয়ে আপনারদের সর্বোচ্চ সহযোগিতা করবো। রাস্তা, বাজার এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানে কেউ চাঁদবাজি ও মাস্তানি করতে পারবে না। বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তায় সরকারের সব বাহিনীকে সতর্র্ক অবস্থানে রেখেছেন। আপনাদের সাথে কেউ কোন প্রকার প্রভাব খাটানো বা ব্যবসায়ী কাজে বাঁধা সৃষ্টি করলে আমাকে অথবা থানার ওসিকে জানাবেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, সিনিয়র এএসপি খায়রুল কবির (মতলব সার্কেল), কচুয়া সার্কেল এএসপি রিজওয়ান সাঈদ জিকু ও ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলমসহ পুলিশের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

১২ ডিসেম্বর, ২০২৪।