ফরিদগঞ্জ পৌর মেয়র প্রার্থী সাইফুল ইসলাম রিপনের মোটরসাইকেল শোভাযাত্রা

নারায়ন রবিদাস
ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী সাইফুল ইসলাম রিপন মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পৌর এলাকার ৯নং ওয়ার্ডের চরকুমিরা থেকে মোটর সাইকেল শোভাযাত্রা শুরু করে পৌরসভার প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। তিন শতাধিক মোটরসাইকেলের এই শোভাযাত্রা মেয়রপ্রার্থী সাইফুল ইসলাম রিপনকে মেয়র হিসেবে দেখতে চান বলে স্লোগান দিতে থাকেন দলীয় নেতাকর্মীরা।
মোটর শোভাযাত্রা শেষে সন্ধ্যায় পৌর এলাকার বসের বাড়ি মসজিদ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে মেয়র প্রার্থী সাইফুল ইসলাম রিপন বলেন, আমি রাজনীতি করি জনগণের জন্য, জনগণের সেবা করার জন্য। আমি জেলা পরিষদের সদস্য থাকাকালীন পৌরসভা থেকে শুরু করে বিভিন্ন মসজিদ-মন্দিরে অনুদান দিয়েছি। আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই, কাগজ, ব্যাগ ও বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করেছি। যেসব ছাত্র-ছাত্রী টাকার অভাবে লেখাপড়া করতে পারেনি তাদের অর্থ সহযোগিতা করেছি।
তিনি আরো বলেন, আমি মেয়র হলে পৌরসভাকে একটি ডিজিটাল পৌরসভা হিসেবে রুপান্তর করবো। জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন গ্রাম হবে শহর সেটা বাস্তবায়নে কাজ করে করবো। আমাদের পৌরসভায় যেসব রাস্তা-ঘাটের ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তা নিরসনে কাজ করবো। যেসব রাস্তা-ঘাট সংস্কার করা হয়নি সেসব রাস্তা-ঘাট আমি করে দেবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে পারি এবং আপনাদের সেবা করতে পারি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক কামরুজ্জামান সবুজ, আকবর হোসেন মনির, পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সোহেল, শাকিল পাঠান প্রমুখ। এছাড়া মোটরসাইকেল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
১৪ সেপ্টেম্বর, ২০২০।