ফরিদগঞ্জ হলিচাইল্ড একাডেমিতে কৃতী শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট প্রদান


স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ উপজেলাস্থ চরকুমিরা হলিচাইল্ড একাডেমীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলি চাইল্ড একাডেমির সভাপতি স্থানীয় ওয়ার্ড কমিশনার মো. মজিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশনের স্থায়ী কমিটির সদস্য পরীক্ষা নিয়ন্ত্রক পীরজাদা মাও. মোহাম্মদ মাহফুজ উল্যাহ খান ইউসুফী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ দক্ষিণ বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাও. আবুল কালাম আজাদ, চান্দ্রা বাজার নুরিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাও. আহসান হাবীব, হলি চাইল্ড একাডেমির পরিচালক সাজ্জাদ হোসেন টিটু, অধ্যক্ষ মাও. মোহাম্মদ হারুনুর রশিদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমীর পরিচালক মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী।
বৃত্তি পরীক্ষায় চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে বিদ্যালয়ের ৮জন শিক্ষার্থী কৃতিত্ব অর্জন করে। তাদের সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন অতিথিবৃন্দ। এ সময় এলাকার সুধীজন ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

১২ সেপ্টেম্বর, ২০১৯।