ফুলসজ্জ্বিত গাড়িতে বসিয়ে কনস্টেবল রতনকে বিদায়

স্টাফ রিপোর্টার
৪০ বছর চাকরি অতিবাহিত করার পর ফুলসজ্জ্বিত গাড়িতে বসিয়ে কন্সটেবল রতন কুমার লোধকে বিদায় জানালো চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। সোমবার (৮ জুলাই) দুপুরে চাঁদপুর সদর মডেল থানায় ওসির গাড়ি ফুল দিয়ে সাজানো পর তাকে বসিয়ে বিদায় জানানো হয়। এর আগে সহকর্মীরা তাকে সম্মাননা ক্রেস্টও প্রদান করেন।
রতন কুমার লোধ কুমিল্লা জেলার বরুড়া থানার মৃত কুপেন্দ্র কুমার লোধের ছেলে। তার ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে।
তিনি জানান, ১৯৮৪ সালে নোয়াখালি ও রাজশাহী পুলিশ একাডেমী থেকে ট্রেনিং প্রাপ্ত হয়। সর্বপ্রথম খাঘড়াছড়িতে চাকরি করেন। এরপর কক্সবাজার, লক্ষীপুর, নোয়াখালি ও সর্বশেষ চাঁদপুর জেলায় চাকুরি করেন। চাঁদপুর সদর মডেল থানায় ৪০ বছরের চাকুরী জীবনের সমাপ্ত হয়। চাঁদপুরে ১২ বছর কন্সটেবল হিসেবে কর্মরত ছিলেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত থাকা অবস্থায় রতন কুমার লোধ ৪০ বছরের চাকরি জীবন শেষ হয়। চাঁদপুরে ১২ বছর কন্সটেবল হিসেবে কর্মরত ছিলেন। ফুল দিয়ে গাড়ি সাজিয়ে তাকে বসিয়ে থানায় কর্মরত সহকর্মীরা বিদায় জানান। তার বিদায়ে সহকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়ে। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।

০৯ জুলাই, ২০২৪।