
স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বঙ্গবন্ধুর জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ হোম এন্ড এওয়ে পর্বের খেলায় স্বাগতিক চাঁদপুর জেলা দল ২-১ গোলে নরসিংদীকে হারিয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে চাঁদপুর ও নরসিংদীর ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার মধ্যবর্তী সময়ে খেলোয়াড়দের সাথে পরিচিতি অনুষ্ঠিত হয়।
পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী, মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আহমেদ, ফুটবল এসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ পাটওয়ারী, সদস্য সচিব শাহির হোসেন পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা ওমর পাটওয়ারী, ইমাম হাসান বাদশা, পৌর কাউন্সিলর নাছির চোকদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুসহ আরো অনেকে।
৯০ মিনিটের খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো. রবিউল করিম লিয়ন, সহকারি রেফারির দায়িত্বে ছিলেন মো. মোশারফ হোসেন, খোরশেদ আলম।
খেলার প্রথমার্ধের ২০ মিনিটের সময় চাঁদপুর জেলা দলের পক্ষে রুবেল হোসেন দর্শনীয় গোল করে চাঁদপুর জেলা দলকে এগিয়ে নেয়। প্রথমার্ধের ৪০ মিনিটের মাথায় নরসিংদী দলের ৭নং জার্সি পরিহিত খেলোয়ার ফয়সাল আহমেদ পেনালটি থেকে গোল করে খেলার সমতা ফিরিয়ে আনেন। দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিটের মাথায় চাঁদপুর জেলা দলের পক্ষে ১২নং জার্সি পরিহিত সায়েম ফ্রিকিক থেকে গোল করে চাঁদপুর জেলা দলকে এগিয়ে নিয়ে যায়। পরবর্তীতে ২-১ গোলের মধ্যে খেলা সমাপ্ত হয়।
চাঁদপুর জেলা দলের পক্ষে খেলোয়াড়- অধিনায়ক লাবু, গোলকিপার সিয়াম, আলমগীর হোসেন, রিয়াজ, সহ-অধিনায়ক আশিক, এমরান হোসেন, আবদুল্লাহ, রুবেল হোসেন, সায়েম, সোহেল ও সবুজ।
নরসিংদী জেলা দলের খেলোয়াড়- শামীম, জাহিদ হাসান শান্ত, সাজ্জাদ হোসেন, সাইফুল ইসলাম, আমির হোসেন, অধিনায়ক তাজুল খান, মাসুম বিল্লাহ, আলিমুদ্দিন, জিলেন ভূঁইয়া, ইলিয়াছ হোসেন রাব্বি।