বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতি সভা

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে


স্টাফ রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চাঁদপুর জেলা শাখার আয়োজনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শাখার সভাপতি অ্যাড. বদিউজ্জামান কিরনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. আমির উদ্দিন ভূঁইয়া মন্টুর পরিচালনায় তা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও মুজিববর্ষ আগামি ১৭ মার্চ উদ্যাপন করা হবে। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রেজিষ্ট্রিকৃত। আমরা শিশু কিশোরদের নিয়ে সাংষ্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকি। বঙ্গবন্ধুর প্রতি মমত্ববোধ গড়ে তোলা ও বঙ্গবন্ধুকে জানাতে আমাদরে এই সংগঠন কাজ করছে। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক শিরিন বানু সংগঠন থেকে বের হয়ে গিয়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নাম ভাঙ্গিয়ে জেলা ও উপজেলাগুলোতে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাতে কেউ কর্ণপাত করবেন না। কিশোর বাংলা ম্যাগাজিনটি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার পত্রিকা। ১মার্চ থেকে ৩১মার্চ পর্যন্ত প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে সাংষ্কৃতিক প্রতিযোগিতা কর্মসূচি বাস্তবায়নে আপনারা ফরম সংগ্রহ করে নিবেন। ১ মার্চ থেকে ১৫ মার্চের মধ্যে প্রত্যেকটি উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা প্রতিযোগিতা সমাপ্ত করতে হবে। প্রত্যেক গ্রুপ থেকে উপজেলা পর্যায়ে ৩ জন বিজয়ী প্রতিযোগির নাম দিতে হবে। জেল পর্যায়ে আগামী ২০ ও ২১ মার্চের মধ্যে প্রতিযোগিতা সম্পন্ন করা হবে।
এ সময় আরো বক্তব্য রাখেন মাহফুজুর রহমান টুটুল, স্বপন ভঞ্জ, দিদারুল আলম চৌধুরী, অ্যাড. বদরুল আলম চৌধুরী, অ্যাড. বিশ্বজিৎ কর রানা, অমল রক্ষিত মনা, রঞ্জন সূত্রধর, অ্যাড. শিহাবুল আলম শিবলী, সোমা দত্ত. অ্যাড. পলাশ মজুমদার, ইঞ্জিনিয়ার বিনয় ভূষণ ভৌমিক, মঞ্জুর মোর্শেদ আহমেদ, শামীম আহমেদ খান প্রমুখ।
সভার শুরুতে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাথে সম্পৃক্ত অ্যাড. বদরুল আলম চৌধুরী, শিহাবুল আলম শিবলি ও অ্যাড. সালমা আক্তারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। একই সাথে সংগঠনের সদস্যরা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাড. বদিউজ্জামান কিরন কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।