বাগাদীতে খাল খননের নামে কাজ হচ্ছে ড্রেনের!

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসূচিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
জানা যায়, বাগাদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছোবহানপুর পাটওয়ারী বাড়ি হতে কাদির মিজি বাড়ি হইয়া ডাকাতিয়া নদী পর্যন্ত খাল পুনঃখননের জন্য ৩৫ জন লেবারের একটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। যার মোট আর্থিক বরাদ্দের পরিমাণ ৫ লাখ ৬০ হাজার টাকা। যিনি প্রকল্পের সভাপতি তিনি ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোশাররফ হোসেন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কাগজে-কলমে ৩৫ জন শ্রমিক থাকলেও কাজ চলে ৩ শ্রমিক দিয়ে। তাও আবার খাল খনন নামে যে প্রকল্পের কাজ চলমান সেখানে কাজের ধরন দেখে মনে হয় যেন ছোট-খাট ড্রেনের কাজ চলছে।
সেখান শ্রমিকদের মধ্যে একজন জানান, আমরা আজকে ৪-৫ দিন কাজ করি। প্রথম দুই দিন ১৬-১৭ জন ছিল। এখন আবার কম। আজকে ৩ জন নাই, আমরা ৫ জন। ২ জনকে মেম্বার তার বাড়িতে কি যেন কাজ করাবে সেজন্য ডেকে নিয়ে গেছে।
উপস্থিত লোকদের মধ্যে থেকে একাধিক লোক বলেন, কাজ কোন দিন চলে আবার কোন দিন বন্ধ থাকে।
ইউপি সদস্য মোশাররফ হোসেন বলেন, কাজ হলো চেয়ারম্যানের। আপনারা চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেন। আমি আদালতে কাজে আছি।
এ ব্যাপারে জানতে গেলে চাঁদপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, লেবারের বিষয়টি দেখে ট্যাগ অফিসার। কিন্তু অবাক করার বিষয় হলো ট্যাগ অফিসার আব্দুল হাই নিজেও জানে না কতজন লেবার সেখানে কাজ করে। তিনি বলেন, আমি ৩-৪ দিন আগে সেখানে গিয়েছিলাম। আজ যাইনি।
তবে বিষয়টি খোঁজ নিয়ে খতিয়ে দেখার আশ্বাস দেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।

২০ ডিসেম্বর, ২০২২।