এস এম সোহেল
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে মেহেদী হাসান (১৬) কে ছুরিকাঘাতে খুন করেছে তার পাসের বাড়ির বন্ধু বরকত (২০)। তবে ঘটনার পরপর খুনের কাজে ব্যবহৃত ছুরি ও বরকতকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়। সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর আমিন বেপারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পরপরই নিহত মেহেদী (১৬) কে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত মেহেদীর সদর উপজেলা বাগাদী ইউনিয়নের কাঁচা মালের ব্যবসায়ী হেলাল বেপারী। ২ ছেলে ও ২ মেয়ের মধ্যে মেহেদী সবার বড়। সে নানুপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
নিহত মেহেদীর বাবা হেলাল জানান, গত ২৬ নভেম্বর আমার ছেলে আর্জেন্টিনার খেলা দেখছিলো। ঐদিন রাতে আমার ছেলেকে খেলা নিয়ে বরকত মারধর করে। সেই ঘটনা নিয়ে সোমবার সন্ধ্যায় আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে বরকত ছুরি দিয়ে এলোপাথাড়ী বুকে আঘাত করে তাকে খুন করে অন্ধকারে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওমর ফারুক সবুজ জানায়, হাসপাতালে নিয়ে আসার আগেই রোগী মৃত্যুবরণ করেছে। তার তার বুকে ৩টি আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যপারে চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশিদ জানান, এ হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে ও অভিযুক্ত বরকতকে আটক করা হয়েছে।
২৯ নভেম্বর, ২০২২।