বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেন ঢালী এগিয়ে

dav

স্টাফ রিপোর্টার
আসন্ন বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন দুই দেলোয়ার। দু’জনেই সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। একজন সদ্য সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খান ও আরেকজন মো. দেলোয়ার হোসেন ঢালী।
তবে তৃণমূলের জনমত জরিপে এগিয়ে সাবেক সভাপতি আলহাজ মো. দেলোয়ার হোসেন ঢালী। ভোটারদের অভিমত পরিবর্তন প্রয়োজন।
এ ব্যাপারে একান্ত আলাপচারিতায় আলহাজ মো. দেলোয়ার হোসেন ঢালী বলেন, আমি ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। দায়িত্ব পালনকালীন সময়ে আমি কসাইখানা নির্মাণ করেছি। সমিতির অফিস ঘরের পাশে ২ কক্ষবিশিষ্ট টয়লেট নির্মাণ করেছি। মাছ বাজার পুনঃনির্মাণ করেছি। পুরো বাজার পাথর ঢালাই দিয়ে রাস্তা পাকা করেছি। দেড় ফুট ও আড়াই ফুট গভীর পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ করেছি। বাজার সিসি ক্যামেরার আওতায় এনেছি।
তিনি আরো বলেন, ভোটাররা এ নির্বাচনে আমাকে নির্বাচিত করলে ব্যবসায়ীদের জন্য পূর্ব বাজারে ৩নং ওয়ার্ডে একটি উন্নত টয়লেট নির্মাণ করবো। একটি আধুনিক অফিস ঘর নির্মাণ করবো। জনাকীর্ণ রাস্তা পুনঃসংস্কার করবো। প্রহরী ব্যবস্থা আরো জোরদার করা হবে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আমি সবার সহযোগিতা ও ভোটারদের ভোট প্রার্থনা করছি। আমি আশাবাদী ব্যবসায়ীরা আমার বিগত দিনের কর্মকাণ্ড বিচার বিবেচনা করে আমাকে নির্বাচিত করবেন।
জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামি ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন এবং সেদিনই নির্ধারিত হবে কে হচ্ছেন বাজার ব্যবস্থাপনা কমিটির কর্ণধার।