স্টাফ রিপোর্টার
নিয়মনীতি উপেক্ষা করে লোকালয়ে অনুমতি ছাড়া অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন। শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহারের নেতৃত্বে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মা রহমত ব্রিকফিল্ডে পানি দিয়ে আগুন নেভানো ছাড়াও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, চারপাশে ফসলি জমি, এক কিলোমিটারের ৪/৫টি শিক্ষা প্রতিষ্ঠান থাকা স্বত্বেও কয়েক বছর বন্ধ থাকার পর ফরিদগঞ্জের বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা গ্রামে মা-রহমত ব্রিকস নামে একটি ইটভাটা চালু করে জনৈক আলম তপাদার। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইটভাটা চালু হওয়ায় স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিভিন্ন গণমাধ্যমে অবৈধ ইটভাটার বিষয়ে সংবাদ প্রকাশ হয়। ফরিদগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল শনিবার অভিযান পরিচালনা করে। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আ. হানান, পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টিম উপস্থিত ছিল। অভিযানে অনুমতিবিহীন মা-রহমত ব্রিকস ইটভাটা পরিচালনা করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন ইটভাটার আগুন নিভিয়ে দিয়ে ইটভাটাটি বন্ধ করে দেয়া হয়।
উল্লেখ্য, ইটভাটা বন্ধ করে প্রশাসন চলে আসার পর প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইটভাটার মালিক পুনরায় ইটভাটাটি চালু করেন।
১৫ জানুয়ারি, ২০২৩।