স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে পানিবন্দি মানুষের মাঝে উপহার-সামগ্রী (খাদ্য সামগ্রী) বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। গত শুক্রবার সকালে বালিয়া ইউনিয়নের ফরাক্কাবাদ হাই স্কুল মাঠে শতাধিক পানিবন্দি মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরণকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, যেকোনো দুর্যোগে বিগত দিনে চাঁদপুর জেলা বিএনপির যেভাবে আপনাদের পাশে ছিলো, আগামিতেও ঠিক সেভাবেই পাশে থাকবে। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ৫ আগস্ট স্বৈরাচার হটিয়ে যে স্বাধীনতা এসেছে, সেই স্বাধীনতা সবাইকে ধরে রাখতে হবে। স্বৈরাচারের প্রেতাত্মারা বিভিন্ন পাড়া মহল্লা ও ইউনিয়নে ওঁৎ পেতে বসে আছে ষড়যন্ত্র করার জন্য। এদের ব্যাপারে সজাগ থাকতে হবে। আপনাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। শিক্ষিত জাতি ছাড়া উন্নয়নশীল টেকসই জাতি গঠন করা কোনভাবেই সম্ভব নয়।
তিনি আরো বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার দলের হোক অথবা বাইরের কেউ হোক, কেউ চাঁদাবাজি করলে তাদের আপনারা ধরবেন। ধরে পুলিশকে খবর দিবেন। প্রশাসনের লোক এসে তাদের থানায় নিয়ে যাবে। এখানে যদি আমাদের বিএনপির কোন লোক আপনাদের অনুরোধ করে আমার নম্বর সংগ্রহ করে আমাকে ফোন দিবেন আপনারা। যদি আপনারা এই কাজটি করতে পারেন। তাহলে ছাত্র-জনতার আন্দোলনের যে আকাক্সক্ষার বাংলাদেশ সফল হবে। চাঁদাবাজ-দখলদার যে দলেরই হোক কোন ছাড় নেই।
ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের মিয়াজীর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন।
উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ডিএম শাজাহান, জেলা যুবদলের সহ-সভাপতি আক্তার হোসেন সাগর, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. শরীফুল ইসলাম খান, কার্যকরী সদস্য জি. এম মাসুদ রায়হান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফেজ মো. ওয়ালী উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আমিনুল আহসান, উপদেষ্টা মো. হাফিজুর রহমান ঢালী, ইউনিয়ন বিএনপি নেতা মহিউদ্দিন মিয়াজী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মহিবুর রহমান বুলু, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম মিয়াজী, শাহাদাত হোসেন মিন্টু মিয়াজী, উপজেলা বিএনপির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মাহবুব খান, সহ-সভাপতি আলাউদ্দিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন কাজী, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি নেওয়াজ মোরশেদ আলম, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাগর তালুকদার, ইউনিয়ন যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আরিফ তালুকদারসহ আরো অনেকে।
২২ সেপ্টেম্বর, ২০২৪।