বিতারায় করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধকল্পে মাস্ক ও লিফলেট বিতরণ

কচুয়া ব্যুরো
কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের মাঝিগাছায় করোনাভাইরাস সংক্রমনের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ প্রতিরোধকল্পে জনসচেতনতামূলক মানববন্ধন, মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। বুধবার (১৮ নভেম্বর) সকালে বিতারা ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাস্ক ও লিফলেট স্টিকার সাঁটানো হয়।
বিতারা ইউনিয়নের মাঝিগাছা জামালিয়া বাজারে প্যানেল চেয়াম্যান বাবুল প্রধান ও ইউপি সচিব জাকির হোসেন মৃধা, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ ইসমাইল হোসেন মোল্লা, ইউপি সদস্য বারেক সরদার, বোরহান উদ্দিন, ছাদেক পাটওয়ারী, কামরুল ইসলাম সকল চালক, যাত্রী ও সাধারন জনগণের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করেন।
পরে মাঝিগাছা বাজার ব্যাবসায়ীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করেন। ওই সময় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সচেতনতার লক্ষ্যে নিজে মাস্ক পরুন অন্যকে মাস্ক পরতে উৎসাহিত করুন প্লে-কার্ড হাতে নিয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
১৯ নভেম্বর, ২০২০।