বিনা ফি’তে চিকিৎসা সেবা চাঁদপুরজমিন হাসপাতালে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার :
চাঁদপুর সদর উপজেলার বাগাদী-নানুপুর চাঁদপুরজমিন টাওয়ারে অবস্থিত চাঁদপুরজমিন হাসপাতাল এ- ডায়াগনস্টিক সেন্টারে ১০ নভেম্বর গরিব রোগীদের বিনা ফিতে চিকিৎসা সেবা দেয়া হবে। এ উপলক্ষে গত শনিবার হাসপাতাল কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন চাঁদপুরজমিন হাসপাতাল এ- ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান রোটারিয়ান মো. রোকনুজ্জামান রোকন। তিনি হাসপাতালের বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন।
তিনি বলেন, হাসপাতালটি ব্যবসায়িক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়নি। গ্রামাঞ্চলের চিকিৎসা বঞ্চিত মানুষের সেবা দেয়াই হচ্ছে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যে। তাই সকলকে মানুষের সেবা দেয়ার জন্য আন্তরিক হতে হবে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত কয়েক হাজার গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম, হাসপাতালের ম্যানেজার বাবু আলম, ল্যাব টেকনিশিয়ান শাহ্ আলম, রিসিপসনিস্ট লিপি আক্তার, সীমা আক্তার প্রমুখ।
উল্লেখ্য, আগামি ১০ নভেম্বর চিকিৎসা সেবা দিবেন ঢাকা মেডিকেল কলেজ এ- হসপিটালের আইসিইউ স্পেসালিস্ট ও ব্যবস্থাপনা পরিচালক (ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন) ডা. এ কে এম ফেরদৌস রহমান, ঢাকা মেডিকেল কলেজ এ- হসপিটালের সহকারী অধ্যাপক, স্ত্রী ও প্রসূতি রোগের বিশেষজ্ঞ ডা. সালমা আক্তার এবং শিশু মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আকরাম আলী।