মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ভার্চুয়ালে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে সভায় ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন-শৃংখলা কমিটির প্রধান উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা, থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ শাহজাহান কামালসহ আইন-শৃংখলা কমিটির সসদ্যরা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বৈশ্বিক করোনা মহামারি চরম আকার ধারণ করায় সরকার কঠোর লকডাউন দিয়ে তা কার্যকরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ কাজ করে যাচ্ছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি সরকারি খাস জমি অবৈধ দখল-উচ্ছেদ, মাদক-জুয়া, চুরি-ডাকাতি, বাল্যবিবাহ, যৌতুক, নারী-নির্যাতন, ইভটিজিং ও ফেক আইডি’র বিষয়সহ আইন-শৃংখলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বারোপ করেন ও সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, সরকার দেশের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। তাই অপরাধ প্রবণতা বন্ধে ও আইন-শৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি সব নাগরিককে ভূমিকা রাখতে হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এরপরই উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সঞ্চালনায় উপজেলা সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
২২ এপ্রিল, ২০২১।