মতলব উত্তরে চান্দ্রাকান্দিতে যুবককে মারধরের অভিযোগ

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরে এক যুবককে ব্যাপক মারধর করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত মো. জিশানের (৩৭) বাবা খোরশেদ আলম বাদী হয়ে সোমবার মতলব উত্তর থানায় একটি অভিযোগ দাখিল করেন। গত ১৭ এপ্রিল বিকাল ৩টায় ঘটনাটি ঘটেছে উপজেলার চান্দ্রাকান্দি গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী খোরশেদ আলমের ছেলে জিশান ঢাকা থেকে বাড়ি যাওয়ার পথে পূর্ব শত্রুতার জেড় ধরে একই গোপাল কান্দি গ্রামের জাফর আলী বেপারীর ছেলে মনির হোসেন, তার ছেলে কামাল, শরীফ হোসেন, আশাদ বেপারীর ছেলে ফেরদৌস, মনির হোসেন মনুর ছেলে রিয়াদ ও শহিদুল্লাহর ছেলে স্বপনসহ আরো কয়েকজন অজ্ঞাতনামা লোক জিশানের উপর অতর্কিত হামলা করে। দেশীয় অস্ত্র ও লোকার পাইপ দিয়ে আঘাত করে ও এলোপাথারী লাথি, কিল ও ঘুষি মারলে জিশান গুরুতর আহত হয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বাদী মো. খোরশেদ আলম বলেন, বিবাদীরা দাঙ্গা প্রকৃতির লোক। এর আগেও তারা গ্রামের বিভিন্ন লোকের উপর হামলা করেছিল ও মারধর করে। আমার ছেলেকে তারা হত্যা করার উদ্দেশ্যে হামলা দেয়। হামলার শিকার হয়ে আমার ছেলে জিশান প্রাণ বাঁচানোর জন্য স্থানীয় নজরুলের ঘরে গিয়ে আশ্রয় নেয়। বিবাদীরা নজরুলের ঘর থেকে তাকে টেনে হিঁচরে এনে মারধর করেন। স্থানীয় লোকের সহযোগিতায় সে বেঁচে যায়। কিন্তু তার সাথে থাকা নগদ ২ লাখ টাকা, একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। আমি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।