মতলব উত্তরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদানের চেক প্রদান

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলায় সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ২৯ জনের মাঝে সাড়ে ১০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) সকালে মতলব উত্তর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল।
উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আল এমরান খানের সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।
আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোহাম্মদ জহির, ছেংগারচর পৌর যুবলীগের সভাপতি আবুল হোসেন ফরাজী, সাংবাদিক জাকির হোসেন বাদশা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান।
উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মনির হোসেন, মতলব উত্তর থানার এসআই মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদসহ দলীয় নেতৃবৃন্দ।
চেক হস্তান্তরকালে নুরুল আমিন রুহুল এমপি বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চলন্ত ট্রেনে সব শ্রেণির মানুষ এখন যাত্রী। তাদের গন্তব্য সুষ্ঠু-সুন্দর জীবন মানে পৌঁছান। আর এই চলন্ত ট্রেনে অদ্বিতীয় চালক মানবতা মা জননেত্রী শেখ হাসিনা। যার বিকল্প এই ভূখণ্ডে নেই। দলমত নির্বিশেষে সকলের জন্য তার মন কাঁদে। যার ধারাবাহিকতায় আজ আপনাদের মাঝে আর্থিক সহায়তা দিতে সক্ষম হয়েছি।
তিনি আরো বলেন, বিশ্বের দরবারে বাংলাদেশ যেন সম্মানের সাথে মাথা উঁচু করে চলতে পারে- সে লক্ষ্যে এ দেশকে একটি ক্ষুধা ও দরিদ্রমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে তাঁর সরকার তৃণমূল মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। যদি আমরা একটি দরিদ্রমুক্ত দেশ গড়তে চাই, তবে আমাদের সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করতে হবে। আমরা যদি দেশের ব্যবসা-বাণিজ্যে বাড়ানোর পাশাপাশি শিল্পায়নের দ্রুত বিস্তার ঘটাতে চাই, তবে আমাদের নিজস্ব বাজার সৃষ্টি করতে হবে। আর এ জন্যই সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতা বাড়ানো জরুরি।

১৬ জানুয়ারি, ২০২৩।