মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার এখলাছপুর মেঘনা নদী হতে ১৩ নৌ ডাকাতকে আটক করেছে মোহনপুর নৌ-পুলিশ। মেঘনা নদীতে ডাকাতি হচ্ছে এমন সংবাদ পেয়ে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান অভিযান চালিয়ে শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৫টায় এখলাছপুর মেঘনা নদী থেকে তাদের আটক করেন।
আটকরা হলো- সাব্বির মিজি (২৩) পিতা মোস্তফা মিজি, মহিউদ্দিন সরকার (৪১) পিতা চানমিয়া সরকার, আল আমিন (২০) পিতা ফারুক গাজী, ইমরান (২২) পিতা শাহজালাল, ফিরুজ মিজি (২৬) পিতা সিরাজ মিজি, জীবন বেপারী (২০) পিতা জুলহাস বেপারী, আনোয়ার হোসেন (২৪), পিতা তোফায়েল আহমেদ, জহিরুল ইসলাম (২৭) পিতা মোহাম্মদ বেপারী, আক্তার হোসেন (২২) পিতা ইদ্রিস হাওলাদার, সাহিন মিয়া (২০) পিতা মোহাম্মদ বেপারী, সুজন বেপারী (২৭) পিতা মজিবুল বেপারী, কাসেম বেপারী (২৪) পিতা বাসেদ বেপারী ও সালাউদ্দিন (২৮) পিতা আব্দুল হাওলাদার।
পুলিশ ও ডাকাতদের গোলাগুলিতে সালাউদ্দিন নামে এক ডাকাত গুরুতর আহত হওয়ায় তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ডাকাতদের কাছ থেকে ২৬টি এনড্রয়েড ও ৩৩টি বাটন মোবাইলসহ মোট ৫৯টি মোবাইল, ১০টি রানদা, ২টি পাইপ গান, ৪টি ছুরি, ১টি সাবল, ৪ রাউন্ড গুলি ও ৬টি বোমা উদ্ধার করা হয়েছে।
২৫ ডিসেম্বর, ২০২২।